১৭৬ বার পড়া হয়েছে
ছোঁয়া
[লেসা সুসান]
অন্ধকারে নিমজ্জিত হতে হতে
হারিয়ে ফেলছি নিজেকে
ছুঁতে পারিনি
সমুদ্রের জলে যেতে যেতে
ঢেউের দোলায় চলেছি দূরে
ছুঁতে পারিনি
ঘুড়ি ওড়াতে ওড়াতে
সুতা কেটে পড়েছি নীচে
ছুঁতে পারিনি
মৃদঙ্গটা বেজেছে সুরে সুরে
ছন্দ কেটেছে অসম লয়ে
ছুঁতে পারিনি
ছুঁতে পারিনি তোমায়
আকাশ কিংবা সমতলে
ছুঁতে পারিনি তোমায়
অন্তরে কি়ংবা জলে
ছুঁতে পারিনি তোমায়
মননে কিংবা আপন কোলে
ছুঁতে পারিনি তোমায়
সুর কিংবা গানের ছলে
তবুও এ অপেক্ষা অনন্তকালের।
লেসা সুসান
৩১শে মার্চ ২০২২
টরোন্টো, কানাডা।
১ Comment
congratulations