২৮৪ বার পড়া হয়েছে
ছন্নছাড়া
[শাহ কামাল সবুজ]
এ কবিতা ছন্নছাড়া
বড় অসময়ে এর লিখন
ভুলতে বসেছে মানুষ এখন
বাবা মায়ের ত্যাগের কথা
উঠে যাচ্ছে মায়ার বাধন।
বিশ্ব জুড়ে আজ হতাশা
মনবতা এখন লুপ্ত প্রায়
ভাবছে সবাই নিজেকে নিয়ে
স্বার্থপরের এই দুনিয়ায়
মানুষ চেনা বড় দায়।
ধর্মে ধর্মে বিরোধ তুঙ্গে
তুচ্ছ কারনে খুনোখুনি
হর হামেশা হচ্ছে রোজ,
নিরাপত্তাহীন মাতৃ জাত
বাড়ছে প্রচুর শ্লীলতাহানি