২৩৬ বার পড়া হয়েছে
চির জাগ্রত স্বাধীনতা।
সুরমা খন্দকার।
ক্ষুধা আর দারিদ্র্য নিয়ে জন্মেছি এই দেশে,
জীবন দিয়ে রক্ষা করলো এইদেশ
শহীদরা, মাগো তোমায় ভালোবেসে।
ত্রিশ লক্ষ প্রাণ দিলাম, ইজ্জত বেশুমার
আকাশ বাতাস কম্পিত মা বোনের হাহাকার
বাড়ি ঘর, পশু ফসল সবই হলো ছারখার।
রক্তের দাগ মিশে গেছে
সারা বাংলায় সোঁদা মাটির গন্ধে
রক্তের ঋণ কভু হবে না শোধ
মাটির মায়া যাবে না মুছে
ঐক্যে শান্তি, ক্ষতি হলো দ্বন্ধে ।
দেশটা যে ভাই গড়তে হবে
বিশ্ব মাঝে মাথা করো উঁচু
ধনী-গরিব ভেদাভেদ ভুলে
যাবো এগিয়ে থাকব না আর পিছু।
লাল সবুজের পতাকায়
উত্তাল করা ছন্দে…
তুমি চির জাগ্রত স্বাধীনতা
কিশোর বেলার মহানন্দে।
১ Comment
congratulations