মিরপুর এগারোতে অনুষ্ঠিত হলো চায়ের আড্ডা
চায়ের আড্ডার ১ম পর্ব অত্যন্ত সুন্দর ও উপভোগ্য ছিল । এর প্রথম সেশন অনুষ্ঠিত হয় বিকেল ৫টায় মিরপুর ১১ এর মেট্রোরেলের ২০৯ নাম্বার পিলারের পুর্ব পাশের “টি স্পট – Tea Spot” চায়ের স্টলে। সবাই অসাধারণ পরিবেশে চা পান করেন। এর পর মিরপুর ১১ এর ২০৭ নং পিলারের পুর্ব পাশের বিল্ডিংয়ে অবস্থিত ” স্কাই মুন লাউঞ্জ- রুফটপ” এ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মূল আলোচনা পর্ব। গ্রুপের নীতি নির্ধারনী আলোচনার সাথে সবাই স্যুপ ও অন্থন গ্রহণ করেন। ৩য় সেশনে আমাদের লেখকরা তাদের লেখা পাঠ করেন। এই সময় জনপ্রিয় ছড়াকার শফিকুল আলম টিটন চায়ের আড্ডায় বসেই চায়ের আড্ডা নিয়ে ” চায়ের আড্ডায় ” নামক অসাধারণ চমৎকার একটা ছড়া লেখেন ও পাঠ করে শোনান। এর পর একে একে সকল লেখকগণ একাধিক কবিতা, ছড়া পাঠ করেন ও গান পরিবেশন করেন।
চায়ের আড্ডায় ছিল সবার জন্য ডিনার। ডিনারের মেন্যুতে ছিলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, সিজলিং এবং কেশনাট সালাদ। ডিনার শেষে সবাইল মিলে কেক কাটা হয়, যা ছিল গ্রুপের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং এর সূচনা পর্ব ঘোষণার মাহেন্দ্রক্ষণ।
উক্ত আড্ডায় অংশগ্রহণ করেন-
১। দেশ বরেণ্য কবি ও সাহিত্য সংগঠক ক্যামেলিয়া আহমেদ
২। কবি ও মুক্তিযোদ্ধা এবং সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা কবি মির্জা আশরাফ
৩। দেশ বরেণ্য জনপ্রিয় কবি ও ছড়াকার আতিক হেলাল
৪। জনপ্রিয় কবি ও গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধা রকিব লিখন
৫। প্রখ্যাত ইঞ্জিনিয়ার জনাব নাজির খান
৬। জনপ্রিয় ছড়াকার ও মিডিয়া ব্যাক্তিত্ব রবিউল মাশরাফি
৭। জনপ্রিয় গীতিকার ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: খাদেমুল ইসলাম
৮। জনপ্রিয় কবি ও ছড়াকার শফিকুল আলম টিটন
৯। জনপ্রিয় কবি ও সাবেক সচিব তন্ময় হারিস
১০। জনপ্রিয় কবি লিলি শেঠ
১১। বিটিভির নৃত্যশিল্পী, আবৃত্তিকার ও কবি শহীদুল জয়
১২। কবি রি হোসাইন ( আয়োজক)
১৩। মিসেস মহমুদা ইকবাল শিলা
১৪। মিসেস দেলওয়ারা রহমান
১৫। মো: বেলাল হোসেন সোহাগ
গ্রুপের প্রধান উদ্দেশ্য লেখক ও পাঠকদের সমন্বিত আড্ডা, যা এই অনুষ্ঠানে কিছুটা হলেও সফল প্রয়াস বলা যায়। এখানে ১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪ জন একেবারেই নিপাট পাঠক ছিলেন। যারা কেবল লেখকদের লেখা শুনতে এসেছিলেন।
আগামীতে আরো বড় আড্ডার আয়োজনের প্রত্যাশা করা হয়; অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে যারা এগিয়ে এসেছিলেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কবি ও সংগঠক রি হোসাইন।