২০২ বার পড়া হয়েছে
চাঁদের কথন
[ আরজু আরা ]
নির্জন প্রহর একাকি চাঁদ
আকাশের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে
আলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ভরিয়ে
কেউ তা দেখে না
কেউ তা দেখেও দেখে না
প্রতিনিয়ত জানান দেয়
কেউ তা শুনে না
আমি আছি, আমার সনে কেউ তো
না বলো কথা,
থাকো তবে নিরব
আমার প্রশস্ত আঙিনায়,
রাখো একটু পদযুগল
ঐ ধ্বনিতে হয়ত আস্ফুলত হয়ে নিজেকে করি একটু আশ্বস্ত
কোন অপরাধে এই বজ্রাঘাত
পাই না কোন উত্তোরত্তর
জোনাকিরে শুধাই,
বাবুই পাখির ঘরে দিও না আলো
আমায় দেও না প্রবেশ,
হোক তা একচিলতে নতুবা এক ছিটা
একাকি আমি,
করি তারি সনে বাক্যালোপ তবুও এই প্রহর বিরহে কাটা
হয়ত খানিকটা কাটবে মধুরতায়
২৩/০২/২২
রাত :১২.৫৫ মিনিট
১ Comment
congratulations