২৩৩ বার পড়া হয়েছে
ঘরবন্দি স্বপ্ন
(সুরমা খন্দকার)
২৫-১২-২০২১
নিশুতি রাতের মতো,
স্বপ্ন গুলোকে ঘর বন্দি করেছি,
এক তল্লাটে।
বেহিসেবী দিন গেছে,
কেউ রাখেনি খোঁজ তার,
এফোঁড় ওফোঁড় ব্যাথাতে।
দূর পথিক হেঁটে যায় ক্লান্ত দেহে
পথ কি আর জেনে রাখে,
আরও কতো বাকি আছে
আরও কতো হেঁটে যাবে ক্লান্তি সয়ে?
বিবাগী কোকিলা জানে
কতো ক্রন্দন পুষে প্রাণে
শুনিয়ে যায় গান কুহুতানে….
২ Comments
Lovely ?
very good job; Congratulations.