১৬৪ বার পড়া হয়েছে
গুণান্বিত
মিনু আহমেদ।
রূপের বড়াই করো না
রূপ দিয়ে কী হয়!
কর্মের মাঝে বেঁচে রবে
তোমার পরিচয়।
অহংকারী বদনখানি
একদিন ক্ষয়ে যাবে।
মুখের কথার মূল্য তুমি
কভু নাহি পাবে।
তুষ-আগুনে পুড়ে পুড়ে
যখন ছাই হবে।
তোমার পাশে আপন-স্বজন
নাহি আর রবে!
হাসনাহেনার গন্ধে মাতাল
স্বর্গপুরের রানি।
গোলাপ ফুলে পাগল-প্রেমিক
আমরা সবে জানি।
রূপে–গুণে গুণান্বিত
হও গো যদি তুমি।
সর্বকালে সর্বলোকের
পাবে সালাম চুমি!
কবিতাটি জন্ম তারিখ:-
২০/১১/২১ইং.