২২৬ বার পড়া হয়েছে
গাই দেশের জয়গান
[রিতুনুর ]
০৭/০২/২০২২ ইংরেজি
এসো করি দেশের জয়গান
ভুলে যাই মান অভিমান।
এদেশ তোমার আমার
নিতে হবে সকলের কাঁধে
এদেশের ভার।
এই বাংলার বিরুদ্ধে
যারা বলে,
তারা ভেসে যাবে
একদিন সমুদ্রের ঢলে-
আমি নেই তাদের দলে।
প্রতিবাদ জানাই প্রতিবাদ,
তারা কি এনে দেয় মোদের ভাত
এই দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত
রেখেছে যারা।
কোটি কোটি গুনে
গুণান্বিত তারা।
তাদের বঞ্চিত নয়
তাদের হোক জয়!!
এসো নিজের কষ্ট চাপা দিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যাই বহুদূর,
জীবনটা নয়তো বেদনা বিধুর।
এসো সবাই
দেশকে ভালোবাসি প্রাণ খুলে হাসি।