১৯৯ বার পড়া হয়েছে
গজব আসবে
(আসাদ বিন হাফিজ)
ঘরবাড়ি সব ভেসে গেছে
সর্বনাশা বন্যায়
ভাসেনি তো লোভ লালসা,
ঘৃণা বিদ্বেষ, অন্যায়।
গরুর পিঠে বুড়ি ভাসে,
চালের ওপর ছুড়ি
সর্বনাশা বন্যায় ভাসে
হিজল গাছেরগুড়ি।
ডেগের ভিতর শিশুবাচ্চা
ভাসে বানের জলে
ফসলাদি, ছাগল গরু
সবই পানির তলে।
সর্বনাশা বন্যায় ভাসে
স্বপ্ন আশা সব
তাদের কষ্ট কয়টা মানুষ
করে অনুভব।
একদল যায় রিলিফ নিয়ে
অন্যে করে চিট
সে রিলিফও লুট করে খায়
মানুষ নামের কীট।
নৌকা চড়ে ডাকাত আসে
নৌকা চড়ে যায়
ক্ষুধার্তদের রিলিফ নৌকা
কেড়ে কেড়ে খায়।
স্বভাবটাকে ভালো করো
নইলে গজব আসবে
আগুন লাগবে, পুড়বে মানুষ
বানের জলে ভাসবে।