১৭৮ বার পড়া হয়েছে
খেয়ালের ভার বেশুমার
রওশন হাসান
কোলাহল শান্ত l আকাশের দেয়াল জুড়ে
এবড়োথেবড়ো মেঘে সূর্যের আকৃতি অনাহূত
আমাকে ঠেলে নিয়ে চলেছে উত্তরী অশনি বাতাস
মাঝে মাঝে বৃষ্টি ছাঁট খুরধার
বেজে ওঠে প্রতিশ্রুতিতে কোথাও শুদ্ধ স্বর
প্রাক ইচ্ছেগুলো ঢলে পড়ে আহুতির নিষ্প্রভ আলোয় l
স্পষ্ট শুনতে পাই কম্পমান জলের নিঃশ্বাস
ঢেউয়ে ঢেউয়ে মুমূর্ষ ধ্বনির বাত্যয়
অতিবাহিত হবে দিনের কীর্তি সংযোগ অসংযোগে
শূন্য থেকে মহাশূন্যে বাঁক নেবে লৌকিক আওয়াজ
যে আতত হলুদ হেমন্ত ছিল গতিমন্ত
ধূসরবর্ণে হলো সমাহিত l বিদায়ী পসরায় স্রোতহীন
কোন মৌসুম করেনি বন্টন অনন্ত রুপ
তরঙ্গায়িত দীনতা হীনতায় শিথিল স্বপ্নের বীজ
আততায়ী ভাবনারা কিনারাহীন যুগপৎ গুপ্ত,লুপ্ত বৃন্ত কীটমজ্জায়
কেউ না কেউ অভিপ্রায় নিয়ে প্রার্থনা করবে, আগুন জ্বালাবে নির্বোধ পুষ্পে
পালকে খসে পড়া বেশুমার খেয়ালের ভার নিয়ে মুহূর্ত গুনি
আমিও সম্মত স্পন্দমান রুপান্তরের দিকে, আসন্ন যোগসূত্রের দিকে
অঙ্কুরিত বিদ্যমানতার দিকে l
নিউহাইড পার্ক, নিউইয়র্ক