৩৮৬ বার পড়া হয়েছে
খরস্রোতা নদী
[সাবিনা সিদ্দিকী শিবা]
জীবন এক খরস্রোতা,
বহতা নদী।
পাড় খুঁজে পাবে তুমি,
ধৈর্য্য ধরো যদি।
কচুরিপানা পানা হয়ে,
এঘাট ও ঘাট ভিড়ে।
দিন শেষে ফিরে এসো,
সে-ই আপন নীড়ে।
এপাড় ভেঙে ওপাড় গড়ে,
এই তো নদীর খেলা।
পরিশেষে বুঝি আমরা,
শেষ হলে বেলা।
কত-শত দুঃখ স্বাক্ষী,
খরস্রোতা নদী।
সারাজীবন বয়ে চলে,
একাই নিরবধি।
ভাঙা-গড়ার মহোৎসব,
মেতে থাকে পাড়ও।
এক জীবনে ফুরিয়ে গেলে,
নেই ক্ষতি কারও….
১ Comment
Congratulations