২১০ বার পড়া হয়েছে
কোমলতা
(লিজা চৌধুরী)
আমি তার প্রতিটি পাপড়ি ছু্ঁয়ে ছু্ঁয়ে দেখি-
যেন ভ্রমরের গুঞ্জরনে সে কেঁপে ওঠে অকস্মাৎ
মাতাল প্রেমে কোথায় আর এত অনুভব শক্তি!
যখন হৃদয়ের গভীরতায় থাকে পরম নির্ভরতা—
সেই অনুভব কি পেয়েছো তার!
তুমি কি শোননি ঝর্ণার কলতান?
ওতো নয় চঞ্চল, গতিহীন বয়ে চলা।
ওর ছন্দের ভঙ্গিতে লজ্জাবতীর নুয়ে পড়া।
এক আনন্দময় উচ্ছ্বাসে নির্মল কাতরতা—
বুঝেছো কি সে আবেগময়তা!
অসহিষ্ণুতায় আকাশ কখনো তার ভার
আমাদের উপর ছেড়ে দিয়ে প্রশান্তি পেতে চায়—
মায়াবী চন্দ্রালোক আর গোধূলির আবীরতা,
তার নির্মল নিষ্পাপ হাসি দিয়ে জানিয়ে দেয়
আমাদের জীবনে প্রয়োজন এক সুনিশ্চিত কোমলতা।