৩২৫ বার পড়া হয়েছে
গতকাল ২৮-০২-২০২২ তারিখে অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম কবি জনাব আসাদ চৌধুরী ‘কেউ কেউ কেবল কাঙাল হয়’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন মেলার উন্মুক্ত মঞ্চে; উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান কবি ও গুণীজন।
প্রাপ্তিস্থানঃ-
বইটি পাওয়া যাবে রকমারি.কম, প্রতিবিম্ব প্রকাশের ওয়েবসাইট/০১৭১৫৩৬৩০৭৯
এছাড়াও মেলায় পাওয়া যাবে
কাব্যের নামঃ- কেউ কেউ কেবল কাঙাল হয়
লেখক: বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান
বাংলানামা প্রকাশনী,
সোহরাওয়ার্দী উদ্যান চত্বর,
স্টল নং- ৪২১.
৬ Comments
congratulations
দুঃখের বিষয় বইটির লেখকের নাম নিউজের কোথাও নেই!
বারন্য কবি তাসলিমা হাসানের কবিতার বই কেউ কেউ কাঙ্গাল হয়, এর মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। সংবাদটি জেনে অভিভূত, আনন্দিত ও অনেক উচ্ছলিত। অভিবাদন ও অভিনন্দন জানাই কবি,প্রকাশক এবং আয়োজক মন্ডলীদের।
পাঠক মন্ডলীর জন্য সুখবর তাসলিমা হাসানের , কবিতার বই কেউ কাঙাল হয়। বইটি কিনুন,পড়ুন এবং ভালোবাসার রস আস্বাদন করুন। একটু সুযোগ পেলে বই মেলায় ঘুরে আসুন।
কবি তাসলিমা হাসানকে অভিনন্দন।
তসলিমা হাসান আমার জানামতে একজন লেখিকা। তিনি সাধারণত নারীদের বাস্তবমুখী সুখ ,দুঃখ নিয়ে গল্প লেখেন। আস্তে আস্তে তিনি কবি হয়ে উঠেছেন। ব্যক্তিগত সুখ-দুঃখের ভালোবাসার আবেদন তার পান্ডুলিপির পংক্তি গুলিতে আমরা দেখতে পাই। এবারের বইমেলায় তার ভালোবাসার কবিতার বই, কেউ কেউ কাঙ্গাল হয় প্রকাশিত হয়েছে। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই কবি কে।