৩৩৩ বার পড়া হয়েছে
কি নামে ডাকি।
(শিখা নাহার)
কি নামে ডাকি তোমায়?
তাই নাম হাতে নিয়ে বসে আছি।
চেয়ে আছি চোখ মেলে।
তোমার চোখে চোখ রাখব বলে।
কি নামে ডাকি তোমায় বল?
মনে মনে কত নামে ডাকি…
উড়ে যায় কত ঝাঁকে ঝাঁকে পাখি।
ওদের দিকে চেয়ে থাকি…
আর ভাবি…
তোমায় কি নামে ডাকি?
অবশেষে বেলাশেষে ভাবি।
নামে কি বা আসে যায় ।
যে নামে ডাকি তোমায়।
তুমি রবে আমার মনের কোণায়।
আবার পরকীয়া প্রেম
সেতো না ডাকিতেই আসে।
তাই নামে কি বা আসে যায় ।
১ Comment
congratulations.