১৯৬ বার পড়া হয়েছে
চামচাতন্ত্র
— রফিকুল হক দাদুভাই
রাজতন্ত্রের সহজ মন্ত্র
ধনতন্ত্রের ধারা,
বিত্তবানের চিত্তে পুলক
কেউবা সর্বহারা।
স্বৈরাতন্ত্র সর্বনাশা
সমাজতন্ত্র ভালো,
চতুর্দিকে ছড়িয়ে গেছে
গণতন্ত্রের আলো।
কিন্তু সে এক আজব যন্ত্র
চামচাতন্ত্র সেটা,
শক্তিধরের মন গলিয়ে
চামচারা কেউকেটা।
সর্বঘটের বিল্বপত্র
সর্বকালের সেরা,
মওকা বুঝে টেক্কা মেরে
ভালোই আছেন এরা।
বহুত দেখে বলছি ঠেকে
শুনুন প্রাণের ভাই,
সবার ওপর চামচাতন্ত্র
তাহার ওপর নাই।