১৭৯ বার পড়া হয়েছে
জীবন কথা
কামরুন নাহার
জীবন মানে ভালোবাসার এক অনুভূতি
জীবন মানে দুফোঁটা চোখের জল।
জীবন মানে তিলে তিলে সব শেষ হয়ে যাওয়া
জীবন মানে মরুভূমির ধূসর প্রান্তরে থাকা বালুচর।
জীবন মানে মহানুভবতায় ভরা এই সুন্দর ভুবন
জীবন মানে যন্ত্রনা দুঃখ কষ্টের খেলাঘর।
জীবন মানে ছোট থেকে বেড়ে ওঠা ভালোবাসার ঘর
জীবন মানে সংসারের তরঙ্গের খেলা ঢেউ।
জীবন মানে বেলা শেষে অবশেষে শূন্যতায় ভরা
জীবন মানে এক অনুভূতি সুন্দর প্রতীক।
জীবনকে দেখেছি অনুভবে রেখেছি সত্য ও ন্যায়ের পক্ষে
জীবন মানে ইহকাল ও পরকালের অনুভবে হিসাব নিকাশ।
১ Comment
very good response; Congratulations.