২১৫ বার পড়া হয়েছে
কাব্যের কারখানা
[কৃষিবিদ মীর মোঃ মুনিরুজ্জামান]
২৪/০৩/২০২২ খ্রিঃ
প্রথমেই, সবার অসীম শান্তির জন্য চাই প্রভূর করুনা!
শ্রদ্ধেয়, প্রিয় গ্রুপবাসী, সাহিত্যপ্রেমী, সমমনা,
সবারই অপ্সরী সম অশেষ ভালো মনের ভাবনা!
তবে, ভাষার আঁতুর ঘরে ফেলে বাটতে হবে বাটনা,
জানতে হবেই সবার “ভাষার ব্যাকরণ”এর সব রটনা!
পর্ব মাঝে পংক্তি/লাইন ভাংগা কিছুতেই চলবে না!
“শব্দের বানান সঠিকতা”য় হতে হবে অতি সতর্ক মনা!
জোরে, ধীরে চলতে লাগবে যথার্থ গতিরোধক টানা!
ভাবনার সঠিকতা বুঝে পর্যায়ক্রমে করতে হবে গ্রন্থনা!
তবেই, হবে কঠিন প্রয়াসে “আদর্শ কবিতা” রচনা!
ধন্যবাদ, প্রিয় গুণী, জ্ঞানী বন্ধু, দূর-কাছের সর্বজনা!!
১ Comment
congratulations