২৯১ বার পড়া হয়েছে
তৃষিত প্রাণের ঢেউ
কানিজ ফাতেমা
মাত্রাবৃত্ত (৬+৬+৬+২)
নভঃ নীল সাজ দেখে আপ্লুত তৃষিত প্রাণের ঢেউ
স্বর্গীয় প্রেমে কঠিন বেদনা পীড়িত হয়না কেউ
ছায়া-ঘেরা চেনা স্রোতস্বতীর কলকল সুর বাজে
তিমির প্রহরে হতাশা চাদর ঢাকে দীপালোক মাঝে
কামিনী-স্বপ্ন প্রেম সন্তাপ গায়ে বেয়ে ধসে পড়ে
শুভ ভাবনারা ঠাঁই খুঁজে চলে করুণাশীলের তরে
পাবক শিখায় নিয়ত পোড়ায় দুঃখও তত বাড়ে
সুর-নিস্বন অমল হৃদয় থেকে চলে যায় দূরে
মৌবনে ফোঁটা প্রসূন কলিরা সহসা লুটিয়ে পড়ে
যামিনীর স্মিত নিয়ন আলোয় কোমল প্রণয় গড়ে
নীলাভ আকাশ প্রশান্ত মনে জলের শরীরে ভাসে
শৈল চূড়ায় নিষ্পাপ আলো উদারচিত্তে হাসে।
কক্সবাজার
০৯/০৯/২০২১
২ Comments
অন্তর্গত মগ্নতার দর্শন। মননশিল্পায়নের দ্যুতি!
very good job;