৩৬ বার পড়া হয়েছে
ভালোবাসা
তসলিমা হাসান
নরম তুলোর মত আবেগে মোড়ানো,
ভাষায় প্রকাশ না করতে পারা স্পর্শকাতর
এক তীব্র অনুভূতির নাম।
রঙ, রূপ, গন্ধবিহীন
এই তীব্র অনুভূতির এক অদ্ভুত ক্ষমতা আছে,
আর সেটি অপরের প্রতি তীব্র আকর্ষণ।
এই আকর্ষণের শক্তি
এতটাই প্রবল যার টানে অপরকে পাশে পেতে
মানুষ ছুটে যায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,
জয় করে সকল প্রতিকূলতাকে,
পরিশ্রান্ত ক্লান্ত মানুষ ব্যস্ততা,
ক্লান্তি ভুলে প্রিয়জনকে বলে-
অনেক ভালোবাসি তোমায় প্রিয়।
টরেন্টো
৭/১০/২৫