প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসানের (১৯৫২-২০২৩) ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল কানাডার, টরন্টোতে এক আয়োজন করা হয়।
লেখক ও শিল্পী তাসমিনা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন উপস্থিত কবি, লেখক ও গুণীজনবৃন্দ।
লেখক ও শিল্পী সৈয়দ ইকবাল, কবিপত্নী কবি তসলিমা হাসান, কবি দেলওয়ার এলাহী প্রমূখের আয়োজনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জন। কানাডার জনপ্রিয় টিভি এনআরবি টেলিভিশন পুরো আয়োজন ধারণ করেছে। অচিরেই সেটি পর্দায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম মিন্টু।

