৪০৩ বার পড়া হয়েছে
বিদায়ী সংবর্ধনা
কাকলি চ্যাটার্জী (Kolkata)
তারিখ – 22.07.2021
বিদায়ী সংবর্ধনা
পশ্চিম আকাশটা যেন খোলা ক্যানভাস
লাল আভাতে নীলের গায়ে লেগেছে ছটা।
নীলাম্বরী আকাশে অপূর্ব এক রঙের মেলা,
বিদায়ী সূর্যটা সিঁদুরে রাঙা।
খোলা ক্যানভাসে গায়ে একটা লাল বিন্দি
অভিমানী আকাশটা মনে মনে আঁটছে ফন্দি।
রঙিন তুলির টানে আকাশের গায়ে নানা ছবি ওঠে ফুটে,
মেঘেরা সূর্যকে বিদায় দিতে দল বেঁধে যাচ্ছে ছুটে।
অস্তগামী সূর্য মিলিয়ে গেল দিগন্ত রেখায়
আবার আসবে ফিরে নতুন ভোর কে সঙ্গে নিয়ে।
আকাশটা,গো টা একটা রাত কাটাবে চাঁদ তারাদের সাথে
আবার কখন সূর্য কে দেখবে তার অপেক্ষাতে।।