২১৮ বার পড়া হয়েছে
কবি ঝুমঝুম ব্যানার্জী-এর একক কাব্যগ্রন্থ ”অগ্নিশিখা’, কলকাতা বইমেলায়-২০২২ পাওয়া যাচ্ছে:
কবি নিজের অনুভূতি প্রকাশের প্রয়াস পেয়েছে তা নিম্নে পাঠকের সামনে তুলে ধরলাম: আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। কাব্যগ্রন্থটি প্রকাশ করতে সাহস সঞ্চয় করেছি যেসব বন্ধুদের অনুপ্রেরণায়, সবাইকে ধন্যবাদ।
পাঠকের মনে একটু দোলা দিলেই আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে।
বইয়ের ধরন: কাব্যগ্রন্থ
বইয়ের নাম: অগ্নিশিখা
লেখক: ঝুমঝুম ব্যানার্জী
বিনিময় মূল্য: -১৫০ INR (দেশে), বিদেশে:
প্রকাশনী: আনন্দ প্রকাশন।
প্রচ্ছদ: ঝুমঝুম ব্যানার্জী