সেরা সওগাত
মীর জাহান ভুঁইয়া
এই ধরাতে তুমিই মাগো
সেরা উপহার,
ত্রিভূবনে তোমার মত
নেই তুলনা আর।
যত্নশীলের মনটা তোমার
হৃদয় প্রেমময়,
তোমার বাহু কোমলতায়
নিরুদ্বেগ ঘুমাই।
জন্ম থেকেই চিরকালের
সেরা বন্ধু তুমি,
ছায়ার মতো মায়া ভিলাও
নিশ্চিন্তে রই আমি।
সারা বিশ্বের তুমি হলে
সর্বশ্রেষ্ঠ মা,
মোদের সুখ খুঁজিতে মাগো
আজও থামলে না।
তোমার ভালবাসা সতেজ
ফুলের চেয়েও সুন্দর,
স্নেহ মাখা আদর পেয়ে
জুড়ায় আমার অন্তর।
তুমি আমার ভিত্তি মাগো
তুমি আমার মূল,
তোমার রোপন বীজে আমি
ফুটাই জীবন ফুল।
ধ্রুবক ছিলে জীবনে মোর
একাই করলে বড়,
আদর মাখা শাসন দিয়ে
সঠিক জীবন গড়।
জীবনে তুমি সেই মিহির
হয়না কবু ম্লান,
পূর্ণ চাঁদের জোছনা তুমি
শোভা অফুরান।
তুমি যে ঝড়ের আশ্রয়স্তল
সাহস জোগাও মনে,
দুঃখ কষ্ঠের জীবনটাকে
চেনাও সুখের সনে।
তোমার চোখে দেখি মাগো
গভীর জ্যোতিময়,
তুমি আছ বলেই জীবন
হলো পূর্ণিমায়।।