৩৮০ বার পড়া হয়েছে
ক্লান্ত অপেক্ষা
তামিমা জান্নাত তুলি
একদিন অপেক্ষারা হবে ক্লান্ত
শূন্যতার দেওয়ালে
নির্বাক হবে কথারা
অভিমানের আড়ালে।
বেওয়ারিশ চিঠি গুলো
পড়ে রবে একা,
মনের চিলি কোঠায়
নিঃসঙ্গতায় ঢাকা।
আক্ষেপের দোটানায়
আর থাকবে না অভিযোগ,
না পাওয়ার সমীকরণে
মিলাবো না যোগবিয়োগ।
খুঁজবো না আর চেনা সুর
দুচোখের বন্যায়,
ক্লান্ত হবে অপেক্ষারা সেদিন
বীভৎস যাতনায়।