বন্ধনে মায়া
এই ফুলটারে ভুল করে
খোঁপায় পরিস না
তুইতো জানিসরে মেয়ে
ওটা শুকিয়ে যাবে
কিম্বা মারিয়ে দিবি শুয়ে-বসে।
বরং ওটা লুকিয়ে রাখ
সযত্নে বইয়ের ভাঁজে
মনের ভেতর মায়া নিয়ে।
তুইতো জানিসরে মেয়ে
প্রেমের ভাঁজে লুকিয়ে থাকে
শিল্পীর কারুকাজ – ভালবাসা!
সময়ের স্রোতে ভেসে যায়
ভালবাসা আর প্রেমের
অমোঘ টান।
সংগোপনে মায়ার টানে
ফিরে পায় তার স্থান।
ছায়া আহ্বান
কে যেন ডাকে
শুভ উল্লাসে
হৃদয় তারে
বিরহের তানে
বাজায় অহর্নিশি।
ফিরার পথে
ফিরায় না তারে
বসত তার
অন্তরের ঘরে ।
তার ঘরের
আড়ালে মরে
পিরিতে ভরা
সুর মূর্ছনা!
আলো-আঁধার
ভুলতে ভুলতে ভুলেই গেছি
তবু ভুলের মাঝেই বেঁচে আছি।
ঘুণে পোকাদের দেয়া ক্ষতে
ক্ষত বিক্ষত চিন্তারা সব
ভালোবাসার বৃত্তকে ঘিরে
নিরব-বিষন্ন আর্তচিৎকারে
এলোমেলো চক্রাকারে
ঘুরছে মনের খুপরি ঘরে।
আলো জ্বেলে আঁধার ঘরে
ভেবেছিলাম ভালোবাসাতেই
করছি বসত আপন ঘরে।
আঁধারের কী সাধ্য
আলোকে ধরে!
আলো যে আঁধার দূর করে।
২ Comments
congratulations
Thank you so much.