স্বপ্নশোক
জাসমিনা খাতুন
ইনক্লাব বলে ডাকো আমায়—
বিদ্রোহী ভূখণ্ডে ঘরে তুলব ধানের আঁটি;
মিথ্যে নয়, কথা দিচ্ছি—সত্য খাঁটি।
বাতাসের তোড়ে হাতছাড়া পতাকা,
বুকে জড়িয়ে ভীষণ কাঁপছি।
বুক থেকে ঝরে পড়ছে রক্ত,
রক্তের গন্ধ মাটি থেকে উঠে
জানলা দিয়ে শোবার ঘরে।
পায়ের নিচে ঋতু ঘোরাচ্ছে চাকা,
আলো নেই—চারদিক অন্ধকারে ঘেরা;
থরথরিয়ে কাঁপছি।
একবার, শুধু একবার,
ইনক্লাব বলে ডাকো আমায়—
লাথি মেরে হুড়মুড়িয়ে ভেঙে দেব অন্ধকার;
শোষণ ভাঙলে স্বদেশ—তোমার, আমার।
বুকের ভিতর চলছে হাঁপর,
জ্বলছে আগুন—দ্বিগুণ, চতুর্গুণ;
এই কি স্বপ্ন দেখেছিলাম!
ভেবেছিলাম, মুছে যাবে নিমেষে সবুজ ফসল!
বলো, তুলসী—মেহেদির সন্ধি সুখ কোথায়?
শুধু একবার ইনক্লাব বলে ডাকো আমায়—
স্বপ্নশোক মুছে দিয়ে
বাঘের মতো থাবা উঁচিয়ে
ঘরে তুলব ধানের আঁটি;
মিথ্যে নয়, কথা দিচ্ছি—সত্য খাঁটি।
রামপুরহাট, বীরভূম ,ভারত
১৬/১২/২০২৫

