উড়াল দেয় প্রেম
–এবিএম সোহেল রশিদ
সময়টা এখন আর হাতের নাগালে নেই বলে বাম পাঁজর ছেড়ে,
উড়াল দেয় দীর্ঘদিনের প্রেম–
শূন্য পকেট দেখে ধর্মঘটে যায় মহল্লার নাপিত উর্বর গালের শোভা,
প্রতিদিনের খোঁচা খোঁচা দাড়ি আর অনুসন্ধানী উপাখ্যানে, না পাওয়া হেরেম।
মজনু বেশে তামাকশলায় অগ্নিসংযোগ দুধ ছাড়া ধুমায়িত কাপে নেশার চুমুক —
বসতাম দুজনে ঘাসের বিছানায়, ঝোপের আড়ালে কোনোকোনো দিন
পাবলিক লাইব্রেরির ঠিক পেছনে হিসেবের গেঁড়াকলে অবাধ্য রোদের চুমু,
অন্যরকম সুখ। হুড ফেলে সেকেলে রিকশায়, ওড়না পেঁচানো ওমে পুড়ে
কেউ বারুদহীন দিয়াশলাইয়ে, বিনা অজুহাতে- কামহীন চোখে বর্তমান,
শপিংমলের চলন্ত সিঁড়িতে হবু বরের হাত ধরে ব্যস্ত তুমি, নতুন পৃথিবী বুনতে আর,
আমি মাকড়শার জাল দেখি ঋণগ্রস্ত রাতে।
২৬৫ বার পড়া হয়েছে