১৬৫ বার পড়া হয়েছে
হাহাকার
তুমি জানলে না
এই হৃদয়ের কান্না।
তুমি দেখলে না
দু’চোখের এই বন্যা।
তুমি খুঁজলে না
ভালবাসার ঠিকানা।
তুমি জানলে না- তুমি ছাড়া
আমি অসমাপ্ত ।
তুমি রয়েই গেলে ঘুমন্ত।
মায়া
আমি উড়ন্ত একটা মাছি
ঘুরে ঘুরে দুঃখ কুড়াই
মায়ার খেলায় ভাসি।
আমি দুঃখ বিলাসী পাখি।
জানা গল্প
এই যে আমি কাঁদছি দেখো
দেখছেনাতো কেউ
বুকের ভেতর গুমরে কাঁদে
ছোট গল্পের ঢেউ।
১ Comment
congratulations