৩১৭ বার পড়া হয়েছে
বৈপরিত্য
কবির আল মামুন
তুমি দেখো রোদ,
আমি দেখি কারো ঝলসে যাওয়া।
তুমি দেখো ঝড়,
আমি ভাবি সুখের দক্ষিণা হাওয়া।
তুমি বলো বসন্ত ,
আমি শুনি যেন পাতার দীর্ঘশ্বাস।
তুমি দেখো ঝরনা,
আমি দেখি ঝরা জলের বসবাস।
তুমি দেখো ফুল,
আমি দেখি একটি কুঁড়ির মরণ।
তুমি ভাবো হাসি,
আমি জানি সেতো মূখোশ বরণ।
তুমি বলো ভোর,
আমি বলি নতুন রাতের প্রতীক্ষা।
তুমি চাও আলো,
আমি খুঁজি ছায়ার আশ্রয় দীক্ষা।