২৬৯ বার পড়া হয়েছে
যে তুমি মুকুলমাত্র।
মুহম্মদ নূরুল হুদা (মুনূহু)
দুইজন দুই বিশ্বে নই সম্পূরক
দুইজন একবৃন্তে অভিন্ন কোরক
আমরা তো কেউ কারো
প্রতিদ্বন্দ্বী নই
আমার প্রতিদ্বন্দ্বিতা
শুধু আমার সাথেই
তোমার প্রতিদ্বন্দ্বিতা
শুধু তোমার সাথেই
তুমি আমি অন্য কারো
প্রতিদ্বন্দ্বী নই
আমাকে হারিয়ে আমি
আমাকেই পাই
যে আমার যোগ্যতর
প্রতিদ্বন্দ্বী নাই
তোমাকে হারিয়ে তুমি
তোমাকেই পাও
যে তোমার যোগ্যতর
প্রতিদ্বন্দ্বী নাই
তুমি শুধু যোগ্য হও তোমার নিজের
যে তুমি মুকুল মাত্র অনন্তবীজের।
২ Comments
নিজেকে ভালবাসার কবিতা
সুন্দর প্রকাশ ,অভিনন্দন/