২৩২ বার পড়া হয়েছে
কথা বলতে মানা
রেজাউদ্দিন স্টালিন
তানা নানা নানা
কথা বলতে মানা
কথারভেতরসাপ
ওরে বাপরে বাপ
চুপ থাকা দরকারি
পুরুষ কিম্বা নারী
তানা নানা নানা
সবাইতো নয় কানা
চোখতো আছে খোলা
কানে লাগাও তুলা
হাহা হিহি হিহিহি
বুদ্ধি সবার মিহি
কখন কোথায় তেল
মাখাবে মক্কেল
উঁচিয়ে রাখে পা
খা রেল খাই খা।
তানা নানা নানা
কানা বকের ছানা
দেখতে সবাই পায়
দেখে না অন্যায়।