১৬৫ বার পড়া হয়েছে
কণায় কণায় ভালবাসা
(মাইন উদ্দিন আহমেদ)
তোমার কণায় কণায়
ভালবাসা করে খেলা,
ঠোঁটের কোণে এসে মাঝেমাঝে
বসায় দারুণ মায়াবী মেলা।
ওরা কখনো কখনো চলে যায়
চোখের কাজল তীরের কাছে,
আমার দিকে তাকিয়ে ওরা
সমবায় ভঙ্গীতে হাসে।
হঠাৎ ওরা মিছিল করে
হাঁটতে থাকে দেহের ভাঁজেভাঁজে,
জ্যামিতিক ঢং ঢেউয়ের মতো
তুমিও নড়ে ওঠো মিষ্টি সলাজে।
সুন্দরেরা নৃত্যের তালে ছুটতে থাকে
মাথা থেকে পা, আবার মাথামুখী,
অস্হির অধরা ভালবাসাদের দেখে
বেহুঁশ হওয়া তক্ আমি খুব সুখী।
লেখক: আমেরিকা প্রবাসী কবি ও ফ্রিল্যান্স সাংবাদিক