১৬৭ বার পড়া হয়েছে
ও চাঁদ অপূর্ব।
(হোসনে আরা ডালিয়া)
ও চাঁদ- -তুমি এত স্নিগ্ধ সুন্দর কেন?
এ ভুবনে তুমি সাঁঝের আঁধার নামলে পারে- যখন যেথা আকাশ জুড়ে
তোমার স্নিগ্ধ আলোয়
জেগে ওঠো
অপরূপ মায়াবী আলোর চাদর ছড়ায়ে,
দেখে হয় সবে মুগ্ধ
যেন ,
হৃদয় ভরে জাগে
কত স্মৃতিময়
স্মৃতি জাগা কত কথা
আপনার চারিধার জুড়ে —
ও চাঁদ তুমি সুন্দর,
শুধু সুন্দর, সব নয়ন ভরিয়া।।
লেখক : কবি ও সাবেক এমপি (জাতীয় সংসদ)।
১৬|০১|২০২২ ইং
রংপুর
২ Comments
সুন্দর লিখেছেন।
Congratulations