২১৮ বার পড়া হয়েছে
বইপড়ুন
যারা ইতিহাস পড়তে ভালোবাসেন, এবং গল্পও– এই দুইয়ের মিলন পাবেন এই বইয়ে। ইতিহাসটি যেন গল্প, কিংবা গল্পটাই ইতিহাস। লেখক একজন প্রথিতযশা ঐতিহাসিক, অথচ এই বইয়ে তিনি ইতিহাস-বিশ্লেষণী গল্পকার। ইতিহাসের জটিল বিষয়কে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সহজ ভাষায় গল্পের মতো করে সাজিয়েছেন। তবে কল্পনাপ্রসূত একটি বাক্যও নয়, বরং বাঙালি সমাজ, অর্থনীতি, জাতিসত্তা, প্রভৃতির উপরে একের পর এক ইতিহাসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ সাজানো। প্রবন্ধগুলোর অভ্যন্তরীণ বিষয় ক্ষেত্রবিশেষে পরস্পর সম্পর্কহীন, আকারেও ভিন্ন, তবে চিন্তায় গভীর ও তাৎপর্যপূর্ণ। নোটবুক বা ব্যক্তিগত গদ্যের আদলে লেখা, ইতিহাসকে যেমন কায়দায় লিখতেন আইজ্যাক আসিমভ।
এই বই পড়লে প্রথমেই চিন্তায় আসবে, একটি ইতিহাসকে এতদিন যেভাবে জানা হয়েছিল, তা ছাড়াও আরেকভাবে তাকে জানা যায়! তাই একের পর এক প্রবন্ধ পাঠকের ঐতিহাসিক চিন্তাকে সমূলে নাড়া দিয়ে যাবে, যাতে প্রথাগত ইতিহাস জ্ঞানের উপরে তৈরি হবে সন্দেহ। এই সন্দেহকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে লেখকের যুক্তি ও বর্ণনা অতুলনীয়। এই বইয়ের সবচেয়ে বড়ো গুণ হলো, যাদের কাছে ইতিহাস বেরসিক ও শুষ্ক বিষয়, তারাও এতে আমোদ পেতে বাধ্য। কারণ ইতিহাসের সঙ্গে এখানে তৎকালীন আচার-ব্যবহার, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, সমস্তকিছুর মিশ্রণটি অত্যন্ত পরিমিত, কৌতুহল নিবারক ও আনন্দময়। উদাহরণস্বরূপ বলা যায়, শায়েস্তা খাঁর আমলে চালের নিম্নমূল্যকে বিক্রেতার অবস্থান থেকে দেখা, আবার, মার্কিন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে মিল-অমিল খোঁজা, কিংবা, বাংলা নববর্ষ উৎসবের পিছনের কাহিনি ও শহুরে উৎসবের সঙ্গে তার সম্পর্কহীনতার কারণ উদ্ঘাটন। প্রতিটি প্রবন্ধেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য তথা বিনোদন যা পাঠকের চিন্তাশীলতা বাড়াবে নিশ্চিত।
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০
চতুর্থ মুদ্রণ: ফেব্রুয়ারি ২০২১
মূল্য: ৩০০ টাকা
প্রকাশক: কথাপ্রকাশ