২৬৬ বার পড়া হয়েছে
এসো জাগ্রত
(জাহানারা বুলা)
তোমার পালকে বৃষ্টির ফোঁটা অঝোর ধারায় ঝরে
আমি পুড়ে যাই খরার আগুনে আষাঢ় প্রত্যাশা করে
আষাঢ় বুঝি তোমারই মতন দূরাশার হতাশা
আমার চাওয়াকে অবমূল্যায়ন করে দেয় সহসা!
পূবালী হাওয়ার দেখা পাওয়া ভার তুমি নাই পশ্চিমে
মেঘের কাছেও জল পাই না হাত পেতে নিঃসীমে
আড়াল হয় না সূর্য সহসা সংজ্ঞার হাহুতাশ
মেঘগুলো সব দূরে উড়ে যায় ঠোঁটে নিয়ে পরিহাস!
তবুও আছি চাতকের মত আকাশের দিকে চেয়ে
জমিন কাঁপিয়ে বৃষ্টি নামুক শীতলতা দিক ছেয়ে
আমার সকল সবুজ-অবুঝ ডালপালা নুয়ে যায়
এসো জাগ্রত ভিজে যাক দেহ- প্রেম এইটুকু চায়।
১৭ জুন, ২০২২
ঢাকা।
১ Comment
অসাধারণ।