১৯৪ বার পড়া হয়েছে
তবু যারা বেঁচে আছি
এলিজা আজাদ-২০২১ ইং
পৃথিবীর বুক জুড়ে কোভিড নাইনটিন শবদেহের ছবি
দেহগুলো জ্বলছে চিতায়
ঠাঁই নিচ্ছে কবরে
বিষম-লাগা ঘোরের মাঝে বেঁচে থাকা মানুষগুলো
শোকের মিছিলের তন্দ্রা কাটেনি এখনও
অনুভূতি যেনো ভোঁতা কাঁচি
প্রাণের স্পন্দন স্থিমিত প্রদীপের শিখা
সুখের স্মৃতিটাও ফিকে ভালোবাসার আলিঙ্গন
থেকে থেকে বুক ভার করা ঘন নিঃশ্বাস
থিতিয়ে পড়া সময়ের কাছে মানুষ কতো অসহায়
আহারে মানুষ!
বোবাকালা কোনঠাসা মানুষ!
ভালো লাগে না…
কিছুই এখন আর ভালো লাগে না…
তবু্ যারা বেঁচে আছি,
দুঃসাধ্যের সিঁড়ি বেয়ে না-হয় আলোর দিকে পা বাড়াবো একটু একটু করে।