১৬০ বার পড়া হয়েছে
তেড়ে কেটে তাক্
এম.আর.মনজু
২৭.০৯.২১.
তেড়ে কেটে তাক্ তেড়ে কেটে তাক্
দিহান বাজায় তবলা
তবলার বোলে নাচে হেলে দোলে
কাজের ছেলে কবলা।
তবলারই সুরে গান গায় জোরে
দিহান সোনা আমাদের
সোরগোল শুনে ঘুম ভেঙে যায় ওরে
পাশের বাড়ির সামাদের।
তেড়ে কেটে তাক্ তেড়ে কেটে তাক্
তেড়ে কেটে তাক্ তাক্ তাক্
দুষ্টোমীটা রেখে রে কবলা
চুপটি করে রে তুই থাক্।