২৮৩ বার পড়া হয়েছে
একুশ
[হুমায়ূন কবীর ঢালী]
একুশ এলো আমার ভাইয়ের লালে
একুশ এলো কৃষ্ণচূড়ার ডালে
একুশ এলো রক্তজবা ফুলে
একুশ এলো স্রোতস্বিনীর কূলে
একুশ এলো শিল্পীর রঙিন তুলি
একুশ এলো কেমনে তারে ভুলি
একুশ এলো বর্ণমালার ছবি
একুশ এলো সকালবেলার রবি
একুশ এলো মায়ের চরণ চুমি
একুশ এলো রক্ষা করি ভূমি
একুশ এলো স্বাধীনতার স্বাদে
একুশ এলো রাজাকারদের বাদে
একুশ এলো প্রভাত ফেরি ভোরে
একুশ এলো শহীদ ভাইদের ঘোরে
একুশ আমার মায়ের ভাষা
একুশ আমার পরাণ
একুশ আমার সামনে চলার
দুরন্ত আহবান!
১ Comment
congratulations