২১৯ বার পড়া হয়েছে
একি শহরে বাস করি আমরা
শারমিন আখতার মনি
১৮/০৬/২২
তবু্ও দেখা হয় না।
আমি মাঝে মধ্যে দুর হতে দেখতে পাই আপনাকে।
কিন্তু আপনি তা দেখেন না।
আপনাকে কালো রঙের শার্ট ও বাদামী রঙের প্যান্টে মানিয়েছে বেশ।
পথে যেতে যেতে আমি শুধু আপনাকেই খুঁজি।
হুম বুঝতে পেরেছি শনিবার বিকেলেই ঠিক ঐখানেই বসে আপনি সিগারেট টানেন।
সিগারেট আমার পছন্দ নয় কিন্তু আপনি আনমনা হয়ে এমন করে সিগারেট টানেন,
আমার দেখতে ভালোই লাগে।
অনেক দিন কাছ থেকে দেখা হয় না আপনাকে।
১ Comment
congratulations