২৪৬ বার পড়া হয়েছে
একা
।। জাহানারা বুলা।।
তোমার-আমার মত প্রতিটি বৃষ্টির ফোঁটা একা
শুধু লীন হয়ে যায় পতিত গতির সাথে মৃত্তিকায়-
আমরাও তা’ই।
হলুদ দিনের শেষে ধূসর রাত্রি
আমাদের পতন দেখে
নিশুতির ডাক একান্ত করে
তারও কামনার স্ফুরণ ঘটাবে বলে
ভোরের সুগন্ধি বাতাসের সাথে।
ভালোবাসা বালুকণাও বোঝে
সমুদ্র ছুটে আসে তাই
বেলাভূমির কাছে।
একা থাকা অপেক্ষা শুধু
মিলেমিশে গলে পড়ার
আকাঙ্ক্ষা বুকে।
ঢাকা।
১ Comment
congratulations