১৪৯ বার পড়া হয়েছে
এই রঙিন দুনিয়ায়
আব্দুল অদুদ চৌধুরী (সৌদি আরব মক্কাহ)
১৪/৬/২০২১
আমার মন সাধন হইলো না
জীবন গেলো কার লাগিয়া;
আমার সময় যায় বইয়া
বন্ধুয়ার লাগিয়া ভাবিয়া।
এই জীবন শূণ্যের উপরে
কিছুই বুঝিলাম না ;
খাইলাম আর ঘুমাইলাম
গভীর মনে চিন্তা করিলামনা।
কোথায় আমরা ছিলাম কোথায়
যে আইলাম ভাবনা না করিয়া;
জীবনে কতো কিছু পাইলাম
কতো কিছু হারাইলাম।
আবার কোথায় যাব চলে
সেবিষয়ে জ্ঞান রাখলাম না;
এই দুনিয়া ধ্বংস হবে
চিরদিন থাকতে পারব না।
বিফলে আমার জীবন খুয়াইলাম
এই রঙ্গীন দুনিয়ায়;
ফেঁসে খেলিলাম পরে রইলাম
অদুদ তুমি ভাবিলেনা।
১ Comment
সত্য!নির্মম সত্যকে কবিতায় রুপ দেয়ার জন্য কবিকে আন্তরিক অভিনন্দন।