২৩১ বার পড়া হয়েছে
উজান ঢল
(সাকেরা নাছরিন)
উজান ঢলে তলিয়ে গেছে
অথৈ জলের নদী
সেই নদীতে খুঁজছে বাবা
খড়কুটো পায় যদি।
এক বাহুতে সোনা মানিক
কাঁধে আরেক জন
পু্ঁটলি বাঁধা কিছু ধন
বাঁচার প্রয়োজন।
সোনা মায়ের বুক জড়িয়ে
দুগ্ধপোষ্য ধন
কলিজাটা নিচ্ছে ছিঁড়ে
ঢেউ আসে যখন।
বানের জলে ভাঙছে বসত
ছিন্ন মায়ের শাড়ি
বলছে বাবা গড়বো ওসব
যদি বাঁচতে পারি।
পিঠটা বাবার ঝাঁজরা তবু
ইস্পাত-দৃঢ় প্রাণ
মায়ের মনটা কাঁদামাটি
বড়ই পেরেশান।
১ Comment
Congratulations