২৪৫ বার পড়া হয়েছে
শরৎ
ইমরান খান রাজ
আজ বহুদিন, বহুকাল পর
শরৎ এসেছে ফিরে আমার শহরে।
ঘিরে রেখেছে আমার বাহুডোর,
আপন করে নিতে চাচ্ছে আমায়।
চিরকালের জন্য, সর্বত্র, সর্বক্ষণে।
আজ বহুদিন, বহুকাল পর
শরৎ এসেছে ফিরে আমার শহরে।
বলছে আমায় চুপিচুপি, কানেকানে
আমার শহরের সব কোনায়
ভালোবাসার বীজ বপন করবে সে !
নামঃ ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
সাতভিটা, নারিশা, দোহার-ঢাকা ১৩৩২।