আলোর ভুবনে
মো. সাজ্জাদ হোসেন জামাল
এতো আলো পৃথিবীতে আমি গুমরে মরি অন্ধকারে
এতো ভালবাসা পৃথিবীতে আমি অশান্তির আগুনে মরি
এতো টাকার খেলা ভুবনে আমি টাকার অভাবে মরি
এতো সুন্দর ভুবন আমি অসুন্দর বনে ঘুরে ফিরি।
এতো আলোর ভুবনে আছি তবু আলো পাইনি খুঁজে
এতো সুন্দর অবয়বে পাঠিয়েছে তবু মন কুৎসিতে ভরা
প্রভুর কত্তো দয়া মায়া তবু প্রভুরে পাইনি খুঁজে
এতো রহমতে ভরপুর দুনিয়া তবু প্রভুরে খুঁজি না।
এতো আলোর ভুবনে আছি তবু অন্ধকারে ডুবে আছি
এতো আলোর ভুবনে আলোর দিশা পাইনি খুঁজে
মোদের মনের ভেতরে কালা পাখি কিচিরমিচির করে
এতো আলোর ভুবনে থেকে কালোর জয় কেমন করে।
আলো আর অন্ধকার পৃথিবীর এপিঠ -ওপিঠ
আলো আর অন্ধকার একে অপরের ভাই ভাই
অন্ধকার না থাকলে আলোর তেমন দাম নেই
এসো অন্ধকারকে জয় করে আলোর পথে হাটি।
___________________
কপিরাইট সংরক্ষিত @ জামাল, ছতুরাশরীফ।
(রচনাকাল: ০৭/১২/২০২৫ ইংরেজি)

