২৪০ বার পড়া হয়েছে
আহবান
[নাদিয়া নূর সায়মা]
চলো না বন্ধু
বাঁচি আবার নতুন করে,
নতুন কোনো স্বপ্ন দেখি
নতুন ভোরে।
চলো না বন্ধু —
বদলে ফেলি অগোছালো জীবন,
না জানি কখন সামনে
এসে পড়ে মরণ।
চলো না বন্ধু —
চলার পথে কুরআন হাদিস মানি,
তবেই তো সুন্দর সার্থক হবে
ছোট্ট জীবনখানি।
চলো না বন্ধু–
প্রতীক হই সত্য-ন্যায়ের,
করব প্রতিবাদ লড়ব লড়াই
বিরুদ্ধে মিথ্যা-অন্যায়ের।
চলো না বন্ধু–
পাল্টে ফেলি এই সমাজের চিত্র,
মিলেমিশে এক হয়ে যায়
ধনী-গরিব শত্রু মিত্র।
চলো না বন্ধু —
একতা আর ঐক্য দিয়ে
গড়ি স্বদেশ,
তবেই না পারব দিন কাটাতে
আমরা বেশ।
চলো না বন্ধু —
দেশ- জাতি ও দ্বীনের তরে
লড়ি দিয়ে জান,
তোমাদের সকলের তরে
এই তো আমার আহবান।