৩৩২ বার পড়া হয়েছে
আষাঢ়-শ্রাবণ মাসে
(এম এ বাশার)
আষাঢ়-শ্রাবণ মাসে
গাছে গাছে কদম ফুল,
দেখতে বেশ লাগে!
কদম ডালে পাখি বসে
গান গাহি যায় মন আনন্দে,
তোমার আশায় পথ চেয়ে রয়
ঐ কদম গাছের তলে!
আষাঢ়-শ্রাবণ মাসে
গাছে গাছে কেয়া ফুল,
সুবাস ছড়ায় তাতে!
বন্ধু তুমি নাহি এলে
ফুল সুবাসের মাসে,
তোমার কথা মনে হলে
দুঃখ মনে লাগে!
ফুল সুবাসে পাখি হাসে
হাসে সর্ব মানব মন,
মোর মুখে হাসি নাহি
দুঃখ সঙ্গী জীবনভর!
এম এ বাশার
নয়াপাড়া-মাটিফাটা,
শ্রীবরদী-শেরপুর।
১ Comment
congratulations