২৭৪ বার পড়া হয়েছে
আষাঢ়ী কদম
(ফাতিমা কানিজ)
দীঘল শূন্য পথে
সবুজের বুক বিদীর্ণ করে একটানা
ঝরছে তো ঝরছে…
বিরহী বৃষ্টির ভৈরবী শ্লোক
অবশেষে সুখ নদীর খোঁজে
সেকি অবিরাম ছুটে চলা।
ঝরা পাতায় লিখে যায় মেঘ বালিকার গল্প।
চাতকের চঞ্চু ছুঁয়ে…
নিঃশব্দে বিনুনি গাঁথে
অস্পষ্ট কিছু কথামালা,
বাতাসে ছড়িয়ে পড়ে বিন্দু বিন্দু প্রেম।
জৈবিক নিঃসঙ্গতার আড়াল থেকে
বেরিয়েএকটি বর্ষাস্নাত কদম
আগমনী গানে শান্ত করে আষাঢ়ীর
কাঠপোড়া চিবুক, অধর।
রোজনামচায় সঞ্চিত হয়
অবিনাশী আষাঢ়ী কদমের
মাদকী মাতম।