১৯৫ বার পড়া হয়েছে
তুমি চিরস্মরণীয়
আলমগীর হোসেন খান
যদি আসো বার বার
তোমার পদ্মা, মেঘনা,
দাঁড়াবে এসে কাছে
তোমাকে সালাম জানাবে ।
মাঠের ফসলে সোনা ফলে
তোমাকে ডাকে করুন সুরে,
তুমি তাদের কান্নার সুর শোন
বেদনার সারা দাও ।
তোমার নাম কেউ ভুলাতে পারেনি
তুমি জেগে থাকো পাখি হয়ে ,
কোমলতা তোমার প্রাণের সুর
তুমি দেশের জন্য কাঁদো ।
তোমার দেশপ্রেম কত বড়
তোমাকে আজো মনে পড়ে,
মাতৃভুমি তোমার অতি আপন
তোমাকে পাওয়া যাবে ।
এদের হৃদয় মাঝারে
যেখানে কলমি লতা,
হাসবে বিরল জলে
তোমাকে আপন করে।
১ Comment
Khun Sundar bhabbhara Kavita. Hardik Abhinandan.