১৯৯ বার পড়া হয়েছে
মনোবল
আমীন শাহনাজ চন্দনা
যতই উসকে দিক চক্ষুতারা, ধর্মের কল,
করিস না মানব তোরা, বিন্দু রোষানল।
মানুষে মানুষে কেন হবে এই ঘৃণ্য লড়াই,
জাত-পাত আর ধর্মের এত জীর্ণ বড়াই?
বিরাগ-বৈরিতা যত আছে জমা মনপুরায়,
সমস্ত পুড়ে হোক ছাই জ্বলন্ত কাঠকয়লায়।
শুদ্ধচিত্তে, ওরে ভোলা ভ্রষ্টাচার হয়ে শৃঙ্খল,
একসাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বল,
“আমাদের একতাই শক্তি, একতাই বল।”
ভাঙতে দেবো না কিছুতেই এই মনোবল।
যতই আসুক প্রস্তরময় অরাজকতার ঢল,
পায়ে মাড়িয়ে সবাই হাতে হাত রেখে চল।
২৭ অক্টোবর,২০২১
মিনেসোটা, যুক্তরাষ্ট্র