১৮৮ বার পড়া হয়েছে
আমি সত্যকে ভালোবাসি
— মুহাম্মদ মাসুম বিল্লাহ
আমি সত্যকে বড় ভালোবাসি
আমি ঘৃণা করি যারা সর্বনাশি
যারা এই সমাজের ত্রাসি
হোক না তাদের ফাঁসি!
আমি সত্যকেই ভালোবাসি।
আমার কাছে কোন বংশ নয়
কোন সুন্দরকে ধংশ নয়
আমি চাই ভালোবাসায় পূর্ণ হোক
তামাম বিশ্ব এবং জগৎময়।
আমি সত্যকে বড় ভালোবাসি
আমি ভালোবাসা দিব রাশি রাশি
আমি ভালোবাসার এক চাষি
আমি হতে চাই না অবিনাশি
আমি সত্যকেই ভালোবাসি।
২২, ০৯, ২০২২